by Mashiur | Jul 15, 2019 | ওয়াশিং
ডিজিটাল পিপেট
- যত্ন সহকারে হাতে ধরে সোজা ভাবে পিপেট স্টান থেকে
ডিজিটাল পিপেট উঠিয়ে হাতে নিতে হবে। - নিডেল সোজা ভাবে লাগাতে হবে। ঘুরিয়ে অথবা অতিরিক্ত জোরে চাপ দিয়ে নিডেল লাগানো যাবে না।
- বাটন smothly চাপতে হবে।বার বার প্রোগ্রাম পরিবর্তন করার দরকার নেই।
- তাড়াহুড়া করে ট্রিগার এ চাপ দেওয়ার কোন প্রয়োজন নেই। ট্রিগার smothly চাপ দিতে হবে।
- পিপেট এর ট্রিগার অতিরিক্ত চাপ দেওয়া থেকে বিরত থাকতে হবে।
- হাতে ও স্টান ছাড়া ডিজিটাল পিপেট আর কোথাও রাখা যাবে না।
- পিপেট রাখার সমায় স্টান এর চার্জ পিন বরাবর রাখতে হবে।
ব্যক্তিগত সূরক্ষাকারী উপকরণঃ
এই উপকরণ ব্যবহার/অপসারণের পূর্বে নিম্নোক্ত ব্যক্তিগত সূরক্ষাকারী উপকরণ গুলোর সাহায্য নিতে হবে-
শ্বাস-প্রশ্বাসের প্রতিরক্ষা রেস্পিরেটর (যদি আবদ্ধ পরিবেশে কাজ করা হয়)।
হাতের প্রতিরক্ষা ডিজেল প্রতিরোধক হ্যান্ড গ্লাভস।
চোখের প্রতিরক্ষা সেফটি গগলস।
ত্বক/দেহের প্রতিরক্ষা ফেস মাস্ক,এপ্রোন, স্ফটি বুট ইত্যাদি।
অন্যথায় ব্যবহারকারী ঝুঁকি বা বিপদের সম্মুক্ষীণ হতে পারেন।
উপদেশ
- কেমিক্যাল ব্যবহারকারীগণ কাজের সময় মাস্ক হ্যান্ডস গ্লাভস (হাত মোজা,গগলস (চশমা) ব্যবহার করুন ।
- কেমিক্যাল ব্যবস্থাপনার নীতি সম্পর্কে জানুন
- অগ্নী দূর্ঘটনার সময় আতঙ্কিত না হয়ে সারিবদ্ধভাবে দ্রুত বের হয়ে যান ।
- মেশিন চালনার সময় নিরাপত্তা নির্দেশিকা মেনে চলুন ।
- আইলস মার্কের (হলুদ দাগের) ভিতরে কোন কিছু রাখবেন না ।
- আপনার পরামর্শ/অভিযোগ পি সি সদস্যদেরকে জানান ।
- টয়লেটের পানি পান করবেন না ।
- ভারী জিনিস বহনে সাবধানতা অবলম্বন করুন ।
- অতিরিক্ত ওজন বহন করবেন না ।
- এ্যডহেসিভ ব্যবহারকারীগণ কাজের সময়
- হ্যান্ডস গ্লাভস (হাত মোজা) ব্যবহার করুন ।
- মিথ্যা অভিযোগ করা থেকে বিরত থাকুন ।
- টয়লেটের পানি পান করবেন না ।
by Mashiur | Jun 28, 2019 | ওয়াশিং
ওয়াশিং কারখানা এর জন্য নিতিমালা
ওয়াশিং কারখানা এর ভাল কাজের পূর্বশর্ত পরিবেশগত কর্মক্ষমতা যাহা ভবিষ্যত সাফল্যের জন্য একটি শিল্প। সিঅ্যান্ডএ বিশ্বাস করে যে সরবরাহকারীদের সক্রিয় সম্মতক্রমেই পরিবেশগত কর্মক্ষমতা পরিচালনা করা। যেখানে প্রয়োজন সিঅ্যান্ডএ সরবরাহকারীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে তাদের আনুগত্য অর্জন করতে সাহায্য করবে …
১) উপ-মহা ব্যবস্থাপক(উৎপাদন) এর নির্দেশে জনাব উত্তম রায় (জয়) , রিসিভম্যান/রিপোর্টার সহ অন্যান্য রিসিভম্যান এর সহযোগিতায় সুইং শেষে সুইংকৃত গার্মেন্টস সমুহ হিসাব করে পিএম/ এপিএম এর নিকট হতে বুঝে নিবেন এবং নির্দেশনা অনুযায়ী সকল সুইংকৃত গার্মেন্টস সমুহ ষ্টোরে জমা দিবে।
২) সরবরাহকারী অবশ্যই সমস্ত প্রাসঙ্গিক স্থানীয় এবং জাতীয় পরিবেশ রক্ষা আইন এবং নিয়মকানুন মেনে চলবে এবং আন্তর্জাতিক পরিবেশ নিরাপত্তা রক্ষার মান সংরক্ষণে সচেষ্ট থাকিবে। ষ্টোরের পক্ষে সহকারী ব্যবস্থাপক,(ষ্টোর) এবং ইনচার্জ(ষ্টোর) এর তত্বাবধানে সুইংকৃত গার্মেন্টস সমুহ বুঝে নিবেন এবং ওয়াশিং এর জন্য সাবকন্ট্রাক্ট ফ্যাক্টরীতে পাঠানোর ব্যবস্থা করবেন।
৩) সরবরাহকারীদের একটি পরিবেশগত ব্যবস্থাপনা থাকতে হবে • যেখানে পরিবেশগত প্রভাব সংহত করন সহ জায়গায় আবশ্যক যাতে পরিবেশগত কর্মক্ষমতা একটি জ্যেষ্ঠ ব্যবস্থাপা প্রতিনিধিত্ব করে সাবকন্ট্রাক্ট ফ্যাক্টরীতে কাজ চলাকালীন সময় ওয়াশিং এর মান নিয়ন্ত্রনের লক্ষ্যে প্রয়োজনীয় সংখ্যক কোয়ালিটি ইন্সপেক্টর সাবকন্ট্রাক্ট ফ্যাক্টরীতে দায়িত্ব পালন করবেন। এ বিষয়ে (হেড অব কোয়ালিটি) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
৪) সরবরাহকারীগনকে ভিজা পক্রিয়ার সাথে ক্রমাগত জল দক্ষতা উন্নত করার জন্য ব্যবস্থা নিতে হবে । ওয়াশিং শেষে গার্মেন্টস সমুহ সাব কন্ট্রাক্ট কারখানা হতে ফেরত আসলে গেট এন্ট্রি হয়ে সরাসরি ষ্টোরে জমা হবে এবং সহকারী ব্যবস্থাপক,(ষ্টোর) এবং ইনচার্জ(ষ্টোর) এর তত্বাবধানে ষ্টোর ওয়াশিকৃত গার্মেন্টস সমূহ বুঝে নিবেন এবং জনাব উত্তম রায় (জয়) , রিসিভম্যান/রিপোর্টার সহ অন্যান্য রিসিভম্যান এর সহযোগিতায় ওয়াশিকৃত গার্মেন্টস সমূহ হিসাব করে ষ্টোর হতে বুঝে নিয়ে ষ্টাইল ও পিও অনুযায়ী গুছিয়ে রাখবেন এবং চাহিদা /নির্দেশনা অনুযায়ী ফিনিশিং সেকশনে সরবরাহ করবেন।
৫) সরবরাহকারীদের বর্জ্যের শক্তি ও পানি ব্যবহার, নির্গমন ও নিষ্কাশন যা পরিবেশের অন্তর্গত এর নিষ্পত্তি পরিমাপ সিঅ্যান্ডএ এর নিকট তথ্য প্রকাশে অনুরোধ করতে হবে । ফিনিশিং সেকশনের পক্ষে জনাব মাসুম বিলাহ, সহকারী ব্যবস্থাপক (ফিনিশিং) এর তত্বাবধানে /রিপোর্টার এর নিকট থেকে ওয়াশিংকৃত গার্মেন্টস সমুহ বুঝে নিবেন।
এই ব্যাপারে উৎপাদন প্রক্রিয়ার প্রত্যেকটি পর্যায়ে অবশ্যই রেজিষ্টারে এন্ট্রি নিশ্চিত করতে হবে।
সারাংশ
ওয়াশিং কারখানা – সরবরাহকারীগণকে বর্জ্য কমাতে পদক্ষেপ নিতে হবে। সরবরাহকারীগণ কে নকশা, কর্মক্ষম দক্ষতা, দূষণ এবং নির্গমন এর মাধমে বায়ু, মাটি, এবং ভূগর্ভস্থ গোলযোগ কমানোর ব্যবস্থা নিতে হবে. যেখানে সম্ভব পুনঃব্যবহারের এবং পুনর্ব্যবহারযোগ্য সহজতর করা। সরবরাহকারী মজুদদারদের সঙ্গে দায়িত্ব পালনে যেমন সব জাতীয় ও স্থানীয় পানি বজ্র সম্মতি মান পূরণ করা প্রয়োজন সেক্ষেত্রে জলবিভাজিকা পরীক্ষা, এবং ভাগ বর্জ্য মানের তথ্য, সিঅ্যান্ডএ অনুরোধক্রমে জলবিভাজিকা সঠিকভাবে পূর্বে বিবেচনায় আনা আবশ্যক।
by Mashiur | Dec 21, 2018 | ওয়াশিং, রাসায়নিক
উল সফ্টনার ব্যবহার
রং ঃ পাতলা দুধের মত তরল।
গঠন ঃ এমাইনো এবং সিলিকনের মিশ্রণ। ক্ষারত্ব ৫-৭।
কার্যকারীতা ঃ ইহা উলে বিশেষত ব্যবহার উপযোগী। সব ধরনের উলকে কোমল তুলতুলে করতে এর জুড়ি নেই। ইহা কাপড়ে সুগন্ধি আনয়ন করে।
ব্যবহার পরিমান ঃ প্রতি ৮০ পাউন্ড সুয়েটারে ১ কেজি পি.সি-উল সফ্টনার ব্যবহার করতে হবে।
নিরাপত্তা নির্দেশিকা
অপকারিতা ঃ অম্লক,ক্ষতিকারক এবং ত্বক-কে অক্রান্ত করে।
প্রাথমিক চিকিৎসা ঃ
১। ত্বক/সংস্পর্শ ঃ আলতোভাবে প্রচুর পরিমান পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
২। শ্বাস-প্রশ্বাস ঃ গলার ভিতরে আলতোভাবে প্রচুর পরিমান পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
৩। ব্যবহারকারী ঃ ত্বকে বা শ্বাস-প্রশ্বাসের এলার্জিতে আক্রান্ত ব্যক্তিবর্গকে চিকিৎসকের নিকট চিকিৎসার জন্য দ্রুত নিতে হবে।
ছিটকে পড়লে ঃ ছিটকে পড়া সামগ্রী সরিয়ে ফেলতে হবে, বাদ বাকী দ্রব্য ভাল করে তৎক্ষনাৎ মুড়িয়ে রাখতে হবে, বাদ বাকী দ্রব্যের সাথে প্রচুর পানি মিশাতে হবে এবং পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা করতে হবে।
বিকল্প মিশ্রণ ঃ অনুরূপ দ্রব্যের সঙ্গে মিশিয়ে প্রয়োগ করা যায়।
ব্যবহারকারীকে রক্ষার উপায় ঃ হাত এবং চোখ রক্ষাকারী সরঞ্জাম পরিধান করতে হবে।
আগুনের ক্ষেত্রে সাবধানতা ঃ ইগনিশন তাপমাত্রায় পানিতে দ্রবনীয়।
পরিবহনের জন্য দরকারী ঃ ছিটকে না পড়ে, উচ্চ চাপে না রেখে এবং কোন সংঘর্ষ যেন না হয় এমন অবস্থায় পরিবহন করতে হবে।
সোপ
রং ঃ ঘন, দুধের মত রং।
গঠন ঃ বিশেষ তল সমৃদ্ধ। ক্ষারত্ব ৮-৯।
কার্যকারীতা ঃ অল্প পরিমান ব্যবহারে পণ্যটির কোমল ও পরিষ্কার করার অসাধারণ ক্ষমতা আছে। সাধারণ সাবানের চেয়ে ৬ গুণ বেশি পরিষ্কারক শক্তি সমৃদ্ধ। এটি সূতী, রেমী সূতী এবং উলে ব্যবহার করা যায়, যাহা ঘামের গন্ধ দুর করে এবং তেল চর্বি পরিষ্কার করে।
ব্যবহার পরিমান ঃ প্রতি ৮০ পাউন্ড সুয়েটারে ২০০ গ্রাম পি.সি-সোপ ব্যবহার করতে হবে।
এলডি ১০০
রং ঃ স্বচ্ছ পাতলা তরল।
গঠন ঃ বিশেষ তল সমৃদ্ধ। ক্ষারত্ব ১১-১৩।
কার্যকারীতা ঃ সাধারণ সাবান এটি এবং সব ধরনের সূতা/কাপড়ে ব্যবহার উপযোগী।
ব্যবহার পরিমান ঃ প্রতি ৮০ পাউন্ড সুয়েটারে ৫০০ গ্রাম পি.সি-সোপ ব্যবহার করতে হবে।
এলডি ২০০
রং ঃ স্বচ্ছ তরল।
গঠন ঃ বিশেষ তল সমৃদ্ধ। ক্ষারত্ব ৭-৯।
কার্যকারীতা ঃ এটি সাধারণ সাবান তবে অল্প কোমল কারক এবং সব ধরনের সূতা/কাপড়ে ব্যবহার উপযোগী।
ব্যবহার পরিমান ঃ প্রতি ৮০ পাউন্ড সুয়েটারে ৫০০ গ্রাম পি.সি-সোপ ব্যবহার করতে হবে।
পাওয়ার সোপ
রং ঃ স্বচ্ছ পাতলা তরল।
গঠন ঃ বিশেষ তল সমৃদ্ধ। ক্ষারত্ব ৮-৯।
কার্যকারীতা ঃ পন্যটির উল এবং একরেলিক-কে কোমল এবং নরম করার অসাধারণ ক্ষমতা আছে। ইহার কোমল করার ক্ষমতা সাধারণ যে কোন সাবানের ক্ষমতাকে অতিক্রম করে।
ব্যবহার পরিমান ঃ প্রতি ৮০ পাউন্ড সুয়েটারে ৫০০ গ্রাম পি.সি-পাওয়ার সোপ ব্যবহার করতে হবে।
নিরাপত্তা নির্দেশিকা
অপকারিতা ঃ অম্লক,ক্ষতিকারক এবং ত্বক-কে অক্রান্ত করে।
প্রাথমিক চিকিৎসা ঃ
১। ত্বক/সংস্পর্শ ঃ আলতোভাবে প্রচুর পরিমান পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
২। শ্বাস-প্রশ্বাস ঃ গলার ভিতরে আলতোভাবে প্রচুর পরিমান পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
৩। ব্যবহারকারী ঃ ত্বকে বা শ্বাস-প্রশ্বাসের এলার্জিতে আক্রান্ত ব্যক্তিবর্গকে চিকিৎসকের নিকট চিকিৎসার জন্য দ্রুত নিতে হবে।
ছিটকে পড়লে ঃ ছিটকে পড়া সামগ্রী সরিয়ে ফেলতে হবে, বাদ বাকী দ্রব্য ভাল করে তৎক্ষনাৎ মুড়িয়ে রাখতে হবে, বাদ বাকী দ্রব্যের সাথে প্রচুর পানি মিশাতে হবে এবং পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা করতে হবে।
বিকল্প মিশ্রণ ঃ অনুরূপ দ্রব্যের সঙ্গে মিশিয়ে প্রয়োগ করা যায়।
বহারকারীকে রক্ষার উপায় ঃ হাত এবং চোখ রক্ষাকারী সরঞ্জাম পরিধান করতে হবে।
আগুনের ক্ষেত্রে সাবধানতা ঃ ঝুকি ইগনিশন তাপমাত্রায় পানিতে দ্রবনীয়।
পরিবহনের জন্য দরকারী ঃ ছিটকে না পড়ে, উচ্চ চাপে না রেখে এবং কোন সংঘর্ষ যেন না হয় এমন অবস্থায় পরিবহন করতে হবে।
by Mashiur | Sep 4, 2018 | ওয়াশিং
হাইড্রো এক্সট্রাক্টর মেশিন চালনা এবং বন্ধ করার পদ্ধতি
১।হাইদ্রো আক্সট্রাক্টর মেশিন চালুর পুর্বে সকল অংশ ভাল করে চেক করে নিতে হবে।
২। ঝ উ ই হইতে সার্কিট ব্রেকার অন করে নিতে হবে।
৩। মেশিনের সাথে সুইচ অন করে নিতে মেশিনকে পরিচালনা করতে হবে।
হাইড্রো এক্সট্রাক্টর মেশিন বন্ধ করার পদ্ধতি
১। মেশিনের সাথে সংযুক্ত সুইচ অপ করে দিতে হবে।
২। ঝ উ ই হইতে সার্কিট ব্রেকার অফ করে দিতে হবে।
৩। ব্রেক সিস্টেমের মাধ্যমে ধীরে ধীরে ব্রেক ধরে গতি কমাতে হবে।
হাইড্রো এক্সট্রাক্টর মেশিন সর্তকতা
১।হঠাৎ কোন অস্বাভাবিক শব্দ হলে বন্ধ কওে ইঞ্জিনিয়ারিং বিভাগে জানাতে হবে।
২। চলমান অব¯হায় বেল্ট ছিড়ে যাওয়া/ মটর ঘুর্নন/ মেশিন আর পি এম সঠিক না হলে বন্ধ করে দিতে হবে।
৩।সুইচ অন অব¯হায় ব্রেক সিষ্টেম ব্যবহার করা যাবে না।
৪। মেশিনের ঢাকনা ব্যবহার কওে মেশিন চালাতে হবে।
৫। নিরাপদ অব¯হায় থেকে মেশিন চালাতে হবে।
বরাবর
প্রধান বয়লার পরিদর্শক
প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়
শিল্প ভবন, এনেক্স বিল্ডিং
৯১ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০
বিষয়: নতুন ৮ টন বয়লার রেজিষ্ট্রেশন প্রসঙ্গে।
জনাব
উল্লেখিত বয়লারটি বিগত জানুয়ারী ২০০৯ইং তারিখে কোরিয়া হইতে আমদানি করা হইয়াছে যাহা বয়লার রেজিষ্ট্রেশন প্রাপ্তির নিমিত্তে বিগত ৬ ফেব্র“য়ারী ২০০৯ ইং তারিখে আপনার দপ্তরে আবেদন করা হইয়াছে। বয়লার অধিদপ্তরের চাহিদা মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্র আপনার দপ্তরে জমা করিতে পারি নাই। কারন কোরিয়া থেকে আমদানিকৃত বয়লারটি কাগজপত্র এখন পর্যন্ত আমাদের হাতে এসে পৌছায় নাই। এমতাবস্থায় আমরা আমাদের কোরিয়ান সাপ্লাইযারকে কাগজপত্রের জন্য তাগিদ দেয়া সত্ত্বেও এখন পর্যন্ত সম্পূর্ন কাগজপত্র বুঝিয়ে দিতে পারে নাই।
বর্তমানে আমাদের ফ্যাক্টরীতে বিভিন্ন ধরনের ইন্ডাষ্ট্রিয়াল মেশিনারিজ স্থাপন করা হইয়াছে এবং ইতিমধ্যে বয়লারটিও সম্পুর্ণ স্থাপনের কাজ সম্পুর্ণ হইয়াছে। শুধুমাত্র ষ্টিম না থাকার কারনে বয়লারসহ উক্ত মেশিনারিজ চালানো সম্ভব হইতেছেনা। ফলে রপ্তানীমূখী শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন মারাত্বকভাবে ব্যাহত হইতেছে। ইহাতে কোম্পানী এবং উৎপাদন প্রক্রিয়ার সাথে জড়িত শ্রমিকসহ সকলেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হইতেছে।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, উক্ত রপ্তানীমূখী শিল্প প্রতিষ্ঠান এবং এর সঙ্গে জড়িত শ্রমিকদের কথা বিবেচনা করিয়া উক্ত বয়লার এর বর্তমান কাগজপত্রের উপর ভিত্তি করিয়া আপনার দপ্তর হইতে একটি সাময়িক সনদপত্র প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল। এখানে উল্লেখ্য যে, কোরিয়ান সাপ্লাইয়ার কর্তৃক প্রয়োজনীয় কাগজপত্র প্রাপ্তির সাথে সাথে আপনার দপ্তরে জমা করিব বলিয়া অঙ্গীকার করিতেছি।
মোঃ ডাইরেক্টর
এডমিন এন্ড কমপ্লায়েন্স
গ্র“প অব ইন্ডাষ্ট্রিজ লিঃ
by Mashiur | Sep 4, 2018 | ওয়াশিং
ওয়াশিং মেশিন চালনা পদ্ধতি
- ওয়াশিং মেশিন চালুর পুর্বে সকল অংশ ভাল করে চেক করে নিতে হবে।
- ঝ উ ই হইতে সার্কিট ব্রেকার অন করে নিতে হবে।
- মেশিনের সাথে সুইচ অন করে নিতে মেশিনকে পরিচালনা করে নিতে হবে।
- ষ্ট্রীম লাইনের ভাল্ব ধীরে ধীরে খুলে দিতে হবে।
- পানির লাইনের ভাল্ব ধীরে ধীরে খুলে দিতে হবে।
- আউট ভাল্ব বন্ধ রাখতে হবে। fff
বন্ধ করার পপদ্ধতি
১। ষ্ট্রীম লাইন বন্ধ করতে হবে ।
২। পানির লাইন বন্ধ রাখতে হবে।
৩। ওয়াশিং মেশিন সাথে সংযুক্ত সুইচ অফ করতে হবে।
৪। পানির আউট ভাল্ব খুলে মেশিন হতে পানি বের করে দিতে হবে।
৫। ওয়াশিং মেশিন হইতে সার্কিট ব্রেকার বন্ধ করে দিতে হবে।
ওয়াশিং মেশিন চালনায় সতর্কতা
১।হঠাৎ কোন অস্বাভাবিক শব্দ/ ভোল্ট ছিরে যাওয়া/ স্ট্রীম লাইনের সমস্যা / পানির লাইনের সমস্যা / ইলেকট্রিক লাইনের সমস্যা/সুইচের সমস্যা/ যে কোন ধরনের সমস্যা পরিলক্ষিত হলে মেশিন বন্ধ করে তাৎক্ষনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে জানাতে হবে।
২। কোনভাবেই নিজে নিজে মেরামত কাজে হাত দেওয়া যাবেনা।
৩। মেশিনের পার্শ্বে অন্য কোন কাজ দেখা/ অমনোযোগি হওয়া যাবে না।
৪। ঢিলেঢালা পোষাক পরে মেশিন চলানো যাবেনা।
৫। নিরাপদ অব¯হায় থেকে কাজ করতে হবে।
৬। মেশিন ও কাজের ¯হান পরিস্কার করতে হবে।
৭। অসু¯হ বা অমনোযোগী অব¯হায় মেশিন চালানো যাবেনা।
প্রত্যহ
করনীয়
- প্রতি শিফটে নিয়মিত ওয়াশিং মেশিন এর ভিতর ও বাহির সাইড পরিস্কার করা।
- প্রতি শিফটে একবার করে মেশিনের সম্মুখ ভাগ পরিস্কার করা। প্রয়োজনে কমপ্রেস্ড এয়ার ব্যবহার করা।
- ওয়াশিং মেশিন চালাতে কোন অসুবিধা দেখা দিলে বা মেশিনে কোন সমস্যা দেখা দিলে সাথে সাথে মেইনটেন্যান্স বিভাগকে অবহিত করা।
- ম্যানুয়াল অনুসারে ওয়াশিং মেশিন চেক করা। প্রয়োজন অনুযায়ী খুচরা যন্ত্রাংশ পরিবর্তন করা।
- মেইনটেন্যান্সের জন্য প্যানেল বোর্ডের ছক অনুসারে কাজ করা।
নিরাপত্তা
প্রণালী ঃ
- মেশিন এর চেম্বার প্রতিদিন এক বার পরিস্কার করতে হবে। ভিতরে ময়লা থাকলে যে কোন সময় আগুন ধরতে পারে। হঠাৎ যদি আগুন লাগে তাহলে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করতে হবে এবং সাথে সাথে মেশিন এর বিদ্যুতিক লাইন বন্ধ করে দিতে হবে।
- যে কোন দূর্ঘটনা ঘটলে দ্রুত মেশিনের সুইচ বন্ধ করতে হবে।
- হঠাৎ আগুন লাগলে দ্রুত মেশিনের সুইচ বন্ধ করে অগ্নি নির্বাপন যন্ত্র দ্বারা আগুন নিভানোর চেষ্টা করতে হবে।
- ওয়াশিং মেশিন দূর্ঘটনা এড়াতে কাজের সময় ঢিলা ঢালা পোষাক পরিধান না করা।
by Mashiur | Jan 19, 2018 | ওয়াশিং
ওয়াশ সেকশন শ্রমিকগন
ওয়াশ সেকশন সকল শ্রমিকগন নিন্মলিখিত নীতিমালার ভিত্তিতে কার্য সম্পাদন করিবেন ঃ
- প্রতিদিন নিজ কর্মস্থলে কারখানার নির্দিষ্ট সময়ে উপস্থিত হতে হবে।
- ওয়াশ মেশিনে কাজ শুরু করার পূর্বে বৈদ্যুতিক সংযোগ সঠিক মতে আছে কিনা তা পরীক্ষা করে নিশ্চিত হয়ে কাজ করতে হবে।
- ওয়াশ মেশিন চালনার পূর্বে মেশিন ভালো ভাবে পরিস্কার পরিচ্ছন্ন করে কাজ শুরু করতে হবে।
- ওয়াশ মেশিন বন্দ করে গার্মেন্ট ঢোকাতে এবং বের করতে হবে। চলন্ত অবস্থায় কোন ভাবেই ওয়াশ মেশিনে গার্মেন্ট ঢোকানো বা বের করা যাবে না।
- কাজ শেষে মেশিন ত্যাগ করার পূর্বে মেশিনের সুইচ বন্ধ করে নিশ্চিত হয়ে বের হতে হবে।
- সকল ক্যামিকেল এর জন্য ভিন্ন ভিন্ন পাত্র থাকতে হবে । যাহাতে এক ক্যামিকেল এর সাথে অন্য ক্যামিকেল এর মিশ্রন না ঘটে।
- ক্যামিকেল এর পাত্রের নীছে দ্বিতীয় পাত্র থাকতে হবে। যাহাতে ক্যামিকেল পড়ে গিয়ে ফ্লোরের মধ্যে না ছড়িয়ে যায়।
- ওয়াশ সেকশনে ব্যবহৃত সকল প্রকার ক্যামিকেল এর মেটারিয়াল সেফটি ডাটা সিট এমএসডিএস) বাধ্যতামূলক ভাবে থাকতে হবে।
- ওয়াশ অপারেটরদেরকে গগলস. মাক্স, হ্যান্ড গ্লাভস,এপ্রোণ ইত্যাদি সকল প্রকার ব্যক্তি গত নিরাপত্তা (পিপিই) ব্যবহার করে কাজ করতে হবে।
- কর্মকালীন সময়ে সকল শ্রমিককে আইডি কার্ড প্রদর্শিত অবস্থায় কাজ করতে হবে।
- টয়লেটের মধ্যে অযথা গল্প গুজব করে সময় নন্ট করা যাবে না।
- শ্রমিকগন কর্মকালীন সময়ে এক বিভাগ হতে অন্য বিভাগে অযথা চলাফেরা করতে পারবেন না।
- সর্বদা শৃংখলা বদ্ধ হয়ে কারখানার নিয়ম মেনে কর্ম সম্পাদন করতে হবে।
- কোন প্রকার অভিযোগ অনূযোগ থাকলে তাহা রক্ষিত অভিযোগ বাক্সে ফেলতে পারবে, অথবা সরাসরি কমপ্লায়েন্স অফিসারের নিকট অভিযোগ করতে পারবে।
- শ্রমিকগন এমন কোন উশৃংখল আচরন করতে পারবেন না যাহা কারখানার শৃংখলাহানী ও উৎপাদন কাজে ব্যাঘাত ঘটতে পারে।
- সকল সমস্যা অংশগ্রহন কমিটির মাধ্যমে সমাধান করতে হবে।
- উপরোক্ত নীতিমালার ভিত্তিতে শ্রমিকগন প্রতিদিনের কার্যসম্পাদন করিবে।
ডাইং সেকশনের সকল শ্রমিকগন নিন্মলিখিত নীতিমালার ভিত্তিতে কার্য সম্পাদন করিবেন ঃ
- কাজ শুরুকরার পূর্বে হ্যান্ড নিডেল,কাটার, সিজার ইত্যাদি রেজিষ্ট্রারে এট্রি করে সুপারভাইজার থেকে বুঝে কাজ করতে হবে।
- কাজ শেষ করার পূর্বে সুপার ভাইজারকে এট্রি মোতাবেক হ্যান্ড নিডেল,সিজার, কাটার ইত্যাদি বুঝিয়ে দিতে হবে।
- কাজ শেষে যদি কোন হ্যান্ড নিডেল না পাওয়া যায় সে ক্ষেত্রে চুম্বক দিয়ে তা খুজে বের করতে হবে। এর পর যদি না পাওয়া যায় সেক্ষেত্রে যে গার্মেন্ট এর কাজ করা হয়েছে তাহা সম্পূর্ন মেটাল ডিক্টের এর মাধ্যমে চেক করেনিশ্চিত হতে হবে।
- কাজ করার সময় কোন গার্মেন্ট এলোমেলো ভাবে রেখে জরুরী বর্হিগমন পথের প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবেনা।
- সর্বদা জরুরী বর্হিগমন পথ ও ফায়ার ইস্টিংগুইসার, জরুরী পানির লাইন, প্রাথমিক চিকিৎসা বাক্স ইত্যাদি প্রতিবন্ধকতা মুক্ত রাখতে হবে।
- সকল প্রকার ব্যক্তি গত নিরাপত্তা ব্যবহার করে কাজ করতে হবে।
- সিজার,কাটার শক্ত রশি দিয়ে বেঁধে কাজ করতে হবে।
- কর্মকালীন সময়ে সকল শ্রমিককে আইডি কার্ড প্রদর্শিত অবস্থায় কাজ করতে হবে।
- টয়লেটের মধ্যে অযথা গল্প গুজব করে সময় নন্ট করা যাবে না।
- শ্রমিকগন কর্মকালীন সময়ে এক বিভাগ হতে অন্য বিভাগে অযথা চলাফেরা করতে পারবেন না।
- সর্বদা শৃংখলা বদ্ধ হয়ে কারখানার নিয়ম মেনে কর্ম সম্পাদন করতে হবে।
- কোন প্রকার অভিযোগ অনূযোগ থাকলে তাহা রক্ষিত অভিযোগ বাক্সে ফেলতে পারবে, অথবা সরাসরি কমপ্লায়েন্স অফিসারের নিকট অভিযোগ করতে পারবে
পরিশিষ্ঠ: মোটকথা আল মসলিম গ্র“প কর্তৃপক্ষের লক্ষ্য হচ্ছে উৎপাদনের পাশাপাশি দক্ষ শ্রমিক তৈরী করা। আর দক্ষ শ্রমিক তৈরীর জন্য প্রয়োজন তাদেও কাজ সম্পর্কে সম্যক ধারনা লাভ, যা উপরোক্ত নিিতমালা থেকে লাভ করা সম্ভব।