ডে কেয়ার কো-অডিনেটর এর কাজের দায়িত্ব ও কর্তব্য গুলো কি কি

ডে কেয়ার কো-অডিনেটর এর কাজের দায়িত্ব ও কর্তব্য গুলো কি কি ?

ডে কেয়ার কো-অডিনেটর এর কাজ

ডে কেয়ার কো-অডিনেটর এর দায়িত্ব কর্তব্য নিম্নরূপ ঃ

  • শিশুর অভিভাবককে নির্ধারিত ফরম পূরন করে শিশু কক্ষে তাদের সšতান রাখার ব্যবস্থা করা ।
  • শিশুদের ব্যক্তিগত নথীপত্র বা রের্কড লিপিবদ্ধ করা।
  • মায়ের ও শিশুর নাম প্রতিদিন শিশু কক্ষের নির্ধারিত রেজিষ্টারে লিপিবদ্ধ করা।
  • কোন সন্তানকে সকালে শিশু কক্ষে নিয়ে আসার পর বৈধ অবিভাবক ছাড়া কোন ক্রমেই অন্যের হাতে হস্তান্তর না করা ।
  • শিশু কক্ষের কোন শিশুকে অভিভাবক ছাড়া অন্য কেহই বাহিরে নিয়ে যাবার অনুমতি প্রদান না করা ।
  • যদি কোন শিশু কক্ষে থাকা অবস্থায় অসুস্থ্য হয় তাহাদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা এবং কর্তৃপক্ষকে অবহিত করা।
  • ডে কেয়ার পরিস্কার পরিচছন্ন রাখার ব্যবস্থা করা।
  • কোন প্রকার ময়লা কাপড় বা কাথাঁ কক্ষে রাখার অনুমতি প্রদান না করা।
  • প্রতি মাসে একবার শিশুদের মায়ের সাথে মিটিং করা এবং স্বাস্থ্য সচেতনমূলক প্রশিক্ষন প্রদান করা।
  • ডে কেয়ার সেন্টারের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষা করা ।
  • প্রয়োজনে শিশুদের শিক্ষা দান করা।
  • ডে কেয়ার সেন্টারের আইনগত সকল রেজিষ্টার লিপিবদ্ধ করা।

Comments

One response to “ডে কেয়ার কো-অডিনেটর এর কাজের দায়িত্ব ও কর্তব্য গুলো কি কি ?”

Leave a Reply