প্রোডাকশন মনিটরিং

দর্শনাথী প্রবেশের বিধিমালা গুলির বিস্তারিত বর্ণনা দেয়া হল

দর্শনাথী প্রবেশের বিধিমালা

দর্শনাথী প্রবেশের বিধিমালা অনুযায়ি নিরাপত্তা বিভাগ দর্শনার্থীর নাম, আগমনী স্থান, উদ্দেশ্য, ব্যক্তি,আগমনের উদ্দেশ্য এবং অন্যান্য তথ্য সংগ্রহ করবে এবং তা নিবন্ধন করবে।

  • দর্শনার্থী প্রয়োজনীয় অনুমতির জন্য / প্রয়োজনী তথ্য প্রদানের জন্য অপেক্ষমান কক্ষে অথবা তাদের নিজ গাড়ীতে অপেক্ষা করবে।দর্শনাথী প্রবেশের বিধিমালা
  • নিরাপত্তা দপ্তর অপেক্ষারত দর্শনাথীর অনুমতির জন্য অবশ্যই প্রশাসন বিভাগকে জানাবে। প্রশাসন কর্র্তৃপক্ষ নির্ধারিত কর্মচারীকে উক্ত দর্শনাথীর আগমনের কারন ও উদ্দেশ্য জানাবে এবং প্রশাসন কর্তৃপক্ষের চুড়ান্ত অনুমতি সপেক্ষে উক্ত কর্মচারী দর্শনাথীর জন্য নির্ধারিত অপেক্ষমান কক্ষে গমন করবে এবং দর্শনার্থীর সহিত সাক্ষাত করবে।
  • দর্শনার্থীর দপ্তরে প্রবেশের অনুমতি পেলে অবশ্যই একজন নিরাপত্তাকর্মী তাকে দপ্তর পর্যন্ত পৌঁছে দিবে এবং নিরাপত্তা বিভাগ থেকে সরবরাহকৃত নির্ধারিত পরিচয়পত্র দর্শনার্থীর গলায় ঝুলিয়ে রাখতে হবে দর্শনাথী প্রবেশের বিধিমালা অনুযায়ী
  • ভিতরে প্রবেশের অনুমতি পাওয়ার পর দর্শনার্থীর ব্যাগ ‘মটাল ডিটেক্টর’ দিয়ে ভালভাবে পরীক্ষা নিরীক্ষা করা হবে । প্রয়োজন হলে দর্শনার্থীকেও ‘মটাল ডিটেক্টর’ দিযে পরীক্ষা করা হবে।
  • কোন দর্শনার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত উৎপাদন ক্ষেত্রে প্রবেশ করতে দেয়া হবে না ।
  • দর্শনার্থীর আগমনের উদ্দেশ্য সম্পাদন হওয়ার পর দর্শনার্থী অনতিবিলম্বে কারখানা স্থল ত্যাগ করবে এবং কারখানা ত্যাগ করার পূর্বে নির্ধারিত রেজিষ্টার বহিতে আগমন নির্গমনের সময় লিপিবদ্ধপূর্বক স্বাক্ষর বহিতে স্বাক্ষর করবে।
  • ফ্যাক্টরী ত্যাগের, সময় দর্শনার্থী তাকে পূর্বে ইর্স্যুকৃত দর্শনার্থী কার্ড নিরাপত্তা বিভাগে ফেরত দিবে।

Comments

Leave a Reply