জমির ওয়ারিশ বেড় করার নিয়ম কানুন এবং মামলার ধারা

প্রশ্নঃ দোয়ানা বেড় করার নিয়ম ও হিসাব কি?

উত্তরঃ মোট সম্পত্তিকে ৮ দিয়া ভাগ দিলে দোয়ানা বেড় হবে।

যেমন- ১০২ ডিসমল এর দুয়ানা = ১০২/৮ = ১২.৭৫।
৫৪ ডিসমল এর দুয়ানা = ৫৪/৮ = ৬.৭৫।
৬০ ডিসমল এর দুয়ানা = ৬০/৮ = ৭.৫।
৪৫ ডিসমল এর দুয়ানা = ৪৫/৮ = ৫.৬৩।
১০২ ডিসমল এর দুয়ানা = ১০২/৮ = ১২.৭৫।

প্রশ্নঃ একটি নতুন পর্চায় একজনের জমির অংশ কিভাবে বেড় করতে হয়?

উত্তরঃ একটি জমি যদি ৫৪ ডিসমল হয়, আর ওখানে যদি একজন মালিক ১২ ডিসিমল পায়, তাহলে ১২ কে ১০০০ দিয়ে গুন করে মোট জমি ৫৪ দিয়ে ভাগ দিলে পরচার অংশ বেড় হয়ে যাবে।

অতেব ৫৪ শতাংশে ১২ শতাংশ = ১২*১০০০/৫৪ = .২২২
অতেব ৫১ শতাংশে ২২ শতাংশ = ২২*১০০০/৫১ = .৪৩২
অতেব ৪৫ শতাংশে ১০ শতাংশ = ১০*১০০০/৪৫ = .২২২

একটি জমি যদি ৫৪ ডিসমল হয়, আর ওখানে যদি একজন মালিক ১২ ডিসিমল পায়, তাহলে ১২ কে ১০০০ দিয়ে গুন করে মোট জমি ৫৪ দিয়ে ভাগ দিলে পরচার অংশ বেড় হয়ে যাবে। ১২*১০০/৫৪ = .২২২.

একটি জমি যদি ৫৪ ডিসমল হয়, আর ওখানে যদি একজন মালিক ১২ ডিসিমল পায়, তাহলে ১২ কে ১০০০ দিয়ে গুন করে মোট জমি ৫৪ দিয়ে ভাগ দিলে পরচার অংশ বেড় হয়ে যাবে। ১২*১০০/৫৪ = .২২২.

প্রশ্নঃ রেকর্ড সংশোধনে ওয়ারিশন এর হিস্যা হবে না দলিলের হিস্যা হবে?

উত্তরঃ দলিল দিলে ভাল হয়। ওয়ারিশনও হতে পারে।

প্রশ্নঃ মৃত মানুসের নামে কি রেকর্ড সংসোধন হয়?

উত্তরঃ না করায় ভাল

প্রশ্নঃ এস এল মালিক রহমান (দলিল দাতা) সরকারি চাকুরি জনিত কারনে দিনাজপুর অবস্থান করায় ১৯৮৯ সালে তার নামে মাঠ পর্চা হয়নি। এর পর ঠিক ৬ মাস পরে এস এস সুত্রে তিনি তার সম্পত্তি রহমান১ কে হেবা করে দেন। তিনি ২০০০ সালে মৃত্যু বরন করেন। তাহলে সংশোধিত নাম কি দলিল দাতার নামে হবে নাকি দলিল গ্রহিতার নামে হবে?

উত্তরঃ দলিল দাতার নামে হবে

প্রশ্নঃ এস এ মালিক ও আর এস মালিক গনের কি ওয়ারিসন সার্টিফিকেট লাগবে?

উত্তরঃ না

প্রশ্নঃ বিবাদির ঠিকানায় কি মোবাইল নম্বর দিলে ভাল হয়।

উত্তরঃ জি ভাল হবে

প্রশ্নঃ  ৩ টি খতিয়ানের ১ টি দলিল। রেকর্ড কারেকশন এর জন্য যদি মুল দলিল দিতে হয়, তাহলে ৩ আবেদনের ১ টি তে মুল দলিল এবং বাকী ২ টিতে ফটোকপি দিতে হবে, তাই না? দোয়া করে জানাবেন।

উত্তরঃ হবে, তবে বাকী ২ টির জন্য পরে দলিল তলব দিতে হবে।

প্রশ্নঃ আমার উপর আমার বিবাদী ১৪৪ মামলা করেছিল। মামলা নথিজাত হয়েছে। মামলা যে আমি উল্লেখ করব? তাহলে কি মামলার মুল কাগজ জমা দিতে হবে না ফটোকপি? আবার শুধু রায় না আরজি অথবা তদন্ত রিপোর্ট সহ?

উত্তরঃ সব কাগজ পত্র

প্রশ্নঃ এক দাগে আমার বাড়ি আছে। সেখানে প্রতি বছর বসত বাড়ির কর দিই। তাই কর  এর রিসিট দিলে কি রেকর্ড কারেকশন এর জন্য সুবিধা হবে?

উত্তরঃ সুবিধা হবে

প্রশ্নঃ খারিজ এর ফটোকপি কি ইউনিয়ন ভুমি অফিস থেকে সত্যায়িত করেতে হবে, কারন আবেদন ৩ টি।

উত্তরঃ সত্যায়িত লাগবে না। বাকী ২ টি ফটোকপি হলেই চলবে।

প্রশ্নঃ প্রায় প্রতি বছর খাজনার দাখিলা আছে। সবগুল দিব না শেষের বছরের টা দিব?

উত্তরঃ প্রতি বসরের গুলো দিলে ভাল হয়

প্রশ্নঃ

উত্তরঃ

প্রশ্নঃ

উত্তরঃ

প্রশ্নঃ

উত্তরঃ

প্রশ্নঃ

উত্তরঃ

প্রশ্নঃ

উত্তরঃ

প্রশ্নঃ

উত্তরঃ