House Keeping এর ব্যবস্থাপনা সমূহ

House Keeping এর ব্যবস্থাপনা সমূহের বিশেষ সংক্ষিপ্ত বর্ণনা এবং দিক নির্দেশনা

House Keeping এর ব্যবস্থাপনা

  • Cleaner –  প্রত্যেক লাইনে এবং সেকশনে একজন করে ক্লিনার /পরিস্কারক দেওয়া হয়েছে যাতে কোন ময়লা আর্বজনা সহজে না জমতে পারে।
  • Sweeper -প্রত্যেক ফ্লোরে দুইজন করে সুইপার দেওয়া হয়েছে যাতে টয়লেটগুলো পরিস্কার থাকে এবং ময়লা আর্বজনা দ্রুত অপসারন করা যায় বা সরিয়ে ফেলা যায়।
  •  Garbage – Garbage  বা ময়লা রাখার জন্য সকল ফ্লোরের সকল জায়গায় প্রয়োজনীয় সংখ্যক ঝুড়ি/Basket দেওয়া হয়েছে এবং সকল সিড়িতে কফ থুথু ফেলবার জন্য  Spittoon দেওয়া হয়েছে এবং এগুলো পরিস্কারের জন্য যথেষ্ট সংখ্যক Sweeper, Cleaner ও নিয়োগ দেওয়া হয়েছে।
  •  Vacuum Machine – Vacuum Machine এবং Blower Machine চালনার জন্য নির্দিষ্ট লোক রয়েছে। মেশিন, ফ্যান, লাইট এবং চ্যানেলগুলির প্রতিদিনকার ঝুল ময়লা পরিস্কারের জন্য মেশিন দুটি ব্যবহার করা হয়। এছাড়া প্রতি মাসে একবার সকল চ্যানেল পরিস্কারের ব্যবস্থা করা হয়।
  • Pest Control -পোকামাকড়, ইদুর এবং তেলেপোকা নিধনের জন্য বৎসরে দুইবার Pest Control Company র সাহায্য নেওয়া হয়।
  • Space – নিরাপত্তা ও সকল জিনিসের সঠিক ব্যবহার নিশ্চিত করতে করাখানায় ব্যবহ্যৃত সকল জিনিস যার যার নির্দৃষ্ট জায়গায় নিরাপদভাবে সাজিয়ে রাখা হয়েছে। যেমন – Machine Oil, Spot removing Chemical (Solvee),  Machinery Parts, Fabric, Sewing accessories, Finished carton, Finishing accessories, Fused Tube Light ইত্যাদি সকল জিনিস নির্দিষ্ট জায়গায় রাখা হয়েছে।
  • Checklist – House Keeping এবং Safety র সকল বিষয়গুলো নিশ্চিতকরনের জন্য Checklist এর আওতায় নিয়ে আসা হয়েছে এবং এর মাধ্যমে নিয়মিত চেক ও রেকর্ডভুক্ত করা হয়।
  • Environment Policy –কারখানার কোন জিনিস বা কর্মকান্ড যেন পরিবেশের জন্য ক্ষতির কারন না হয় (যা একইভাবে কারখানার Safety policy র সাথেও সংশ্লিষ্ট) তা নিশ্চিত করতে কারখানার নিজস্ব Environment Policy তৈরী করা হয়েছে এবং সে অনুযায়ী কার্যপন্থা গ্রহন করা হয়।

Posted

in

by

Comments

3 responses to “House Keeping এর ব্যবস্থাপনা সমূহের বিশেষ সংক্ষিপ্ত বর্ণনা এবং দিক নির্দেশনা”

Leave a Reply