Select Page

তথ্য প্রযুক্তি নিরাপত্তা নীতিমালা:

বিশ্বের বর্তমান ব্যবসায়িক অবস্থার প্রেক্ষাপটে তথ্য প্রযুক্তির নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ ইস্যু। তথ্য প্রযুক্তি যাতে কোনভাবে টেম্পারড করতে না পারে সেজন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে।ইন্ডাঃ(প্রাঃ) লিঃ কর্তৃপক্ষ এই মর্মে ঘোষনা করছে যে, অত্র প্রতিষ্ঠানে অতিরিক্ত কাজের ঘন্টা সম্পূর্ণরুপে স্বেচ্ছা ভিত্তিতে করা হয়। প্রতি সপ্তাহের মধ্যে অনুমতি যোগ্য কাজের ঘন্টা হচ্ছে ৪৮ এবং প্রতি সপ্তাহে সর্বোচ্চ অতিরিক্ত কাজের ঘন্টা হচ্ছে ১২। প্রচলিত শ্রম আইন ও আই এল ও কনভেনশনের ১ ও ১৪ ধারা অনুযায়ী শ্রমিক/কর্মচারীদের প্রতি ০৬ দিনের জন্য ০১ দিন ছুটি থাকার অধিকার আছে।

  • নির্দিষ্ট সময় অন্তর কারখানার তথ্য প্রযুক্তির নিরাপত্তা নীরিক্ষা করতে হবে। এতে কারখানার তথ্য প্রযুক্তি ভেতর ও বাহির হতে ব্যাহত হওয়ার প্রবণতা এবং কার্যকারিতা ও দক্ষতা নিশ্চিত হবে।
  • সকল কম্পিউটার পাসওয়ার্ড দ্বারা নিয়ন্ত্রিত হবে। যে সকল কর্মী কম্পিউটার ব্যবহার করেন তারা কম্পিউটারের ডাটার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সময়ে সময়ে পাসওয়ার্ড পরিবর্তন করবেন। এতে অননুমোদিত ব্যক্তি কম্পিউটার ব্যবহার করতে পারবে না।
  • কম্পিউটারের সকল তথ্য গোপনীয় থাকবে।
  • কোন ফাইল বা ফোল্ডার শেয়ারিং থাকবে না। ফাইল বা ফোল্ডার শেয়ারিং প্রতিরোধের জন্য প্রত্যেক কম্পিউটারে ফায়ার ওয়াল দ্বারা প্রটেকশন থাকতে হবে। বিশেষ করে বৈদেশিক কাস্টমারদের সাথে যাবতীয় ব্যবসায়িক তথ্য সম্পূর্ণরূপে গোপনীয়ভাবে সংরক্ষণ করতে হবে।
  • কম্পিউটারের সকল ইউএসবি পোর্ট অকার্যকর করতে হবে এবং অপ্রয়োজনীয় ফ্লপি ডিস্ক কারখানায় রাখা যাবে না। প্রয়োজনীয়গুলোর লগবুক সংরক্ষণ করতে হবে।
  • ইন্টারনেট, ই-মেইল এবং প্রিন্টআউট মনিটরিং করতে হবে।
  • ফাইল আপলোডিং এর সুবিধা সীমিত থাকবে।
  • কারখানার সকল কম্পিউটারে এন্টিভাইরাস সফটওয়্যার থাকবে।
  • কম্পিউটারের আগত অপরিচিত যেকোন তথ্য কর্তৃপক্ষের গোচরে আনতে হবে।
  • আইটি ইনচার্জ তথ্য প্রযুক্তির নিরাপত্তা নিশ্চিত করবেন।

অগ্নি দূর্ঘটনা ঘটলে নিন্মলিখিত বিষয়ে সাবধান থাকতে হবে

  • ধোঁয়া শ্বাস-প্রশ্বাসের সাথে দেহের ভিতরে নেয়া যাবে না।
  • ভেজা কাপড় দিয়ে মুখ ঢাকতে হবে।
  • যদি আগুন নিভাতে কার্বন-ডাই-অক্সাইড (ঈঙ২) ব্যবহার করা হয়,তবে নাকে বা মুখেধোঁয়া প্রবেশ করতে না পারে, সেদিকে সতর্ক থাকতে হবে।
  • ধোঁয়া বেরিয়ে যাওয়ার জন্য সকল দরজা জানালা খুলে দিতে হবে।
  • সবাই এক সংগে বের হওয়ার জন্য দরজার (ঊঢওঞ) দিকে যাওয়ার সময় তাড়াহুড়া করবেন না।
  • লাইন ধরে সারিবদ্ধ ভাবে দ্রুত বের হতে হবে।
  • জরুরী নির্গমন পথ (ঊসবৎমবহপু ঊীরঃ) অথবা সহজে এবং দ্রুত বের হওয়া যায় এমন নির্গমন পথ দিয়ে বের হতে হবে।