Select Page
স্ন্যাপ বাটন মেশিন কি?  ঝুঁকিসমূহ বিশ্লেষণ ও তার প্রতিকার

স্ন্যাপ বাটন মেশিন কি? ঝুঁকিসমূহ বিশ্লেষণ ও তার প্রতিকার

স্ন্যাপ বাটন মেশিন ঝুঁকিসমুহ নি¤œরুপ :

  • ইহা একটি ঝুঁকিপূর্ন মেশিন ।
  • এই মেশিন চালু করার পূর্বে লাইন চেক বা ঠিক আছে কিনা পরীক্ষা করে নিন। এই মেশিন চালু করার সাথে সাথে বাটন ব্যবহার করা উচিত নয় ।
  • এই মেশিনে কাজ করার সময় পূর্ন মনোযোগ দিতে হবে। অমনোযোগী হয়ে কাজ করলে বাটনের নীচে আঙ্গুল চলে যেতে পারে এবং আঙ্গুল পুড়ে বা থেতলে যেতে পারে।
  • যেকোন ধরনের বিপদ-দুঘর্টনা এড়ানোর জন্য সাবধানতা অবলম্বন করুন।
টুনিডিল মেশিন ব্যবহারে নির্দেশিকা ও সাবধানতা কি কি?

টুনিডিল মেশিন ব্যবহারে নির্দেশিকা ও সাবধানতা কি কি?

টুনিডিল মেশিন ব্যবহারে নির্দেশিকা

টুনিডিল মেশিন ব্যবহারে গার্ড তথা আই গার্ড সংযোজন না করার ফলে যে কোন সময় ভাংগা নিডলের অংশ দ্বারা চোখ আঘাত প্রাপ্ত হতে পারে। সেফটি গার্ড সংযোজন না করার ফলে হাত নিডল দ্বারা আঘাত প্রাপ্ত হয়ে রক্তক্ষরন হতে পারে এবং রক্তের দাগ গার্মে› সে লাগতে পারে। পুলি গার্ড সংযোজন না করার ফলে যে কোন সময় ঘূর্ণায়মান অংশের সাথে পরিধেয় কাপড় জড়িয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

  • কাজ শুরু করার পূর্বে মেশিনের সকল যন্ত্রাংশ পরীক্ষা না করার ফলে দুর্ঘটনার সম্ভবনা থাকে। নির্দেশনা মেনে চলুন, নিজেকে সুরক্ষিত রাখুনমেশিনে প্যাডেল ম্যাট বা পাদানি না থাকলে বিদ্যুত পৃষ্ঠ হওয়ার সম্ভাবনা থাকে ।
  • টুনিডিল মেশিনের কাজ শুরুর পূর্বেই সেফটি গার্ড আছে কিনা তাহা নিশ্চিত হতে হবে।
  • মেশিনে অতিরিক্ত তেল ব্যবহারের ফলে গার্মেন্টেসে তেলের দাগ লাগতে পারে।সুতা লাগানোর সময় হাতের আঙ্গুলে যাতে নিডেল না ঢুকে  সেদিকে সাবধানতা অবলম্বন করতে হবে।
  • বভিন ও অন্যান্য সরঞ্জাম ঠিক আছে কিনা দেখতে হবে, বভিন খোলা ও লাগাবার সময় সাবধানতা অবলম্বন করতে হবে।
  • কাজের সময় যাতে সিজার / কাটার পড়ে গিয়ে দুর্ঘটনা না ঘটে সে জন্য সাবধানতা অবলম্বন করতে হবে।
  • মেশিন চলাকালে বেল্টের সাথে যাতে ওড়না বা গার্মেন্টস না জড়িয়ে যায় সে জন্য সাবধানতা অবলম্বন করতে হবে।
  • নিডেল ভেঙ্গে গেলে যাতে দুর্ঘটনা না ঘটে সে জন্য টেকনিশিয়ানকে জানাতে হবে এবং চুম্বকের মাধ্যমে ভাঙ্গা নিডেল খুঁজে বের করতে হবে।
  • ইলেকট্রিক সংযোগ সুরক্ষিত মনে না হলে তাৎক্ষনাত ইলেকট্রিশিয়ানকে জানাতে হবে।
  • নিয়মিত পর্যবেক্ষন ও প্রয়োজনীয় প্রশিক্ষনের অভাবে ঝুঁকির মাত্রা বৃদ্ধি পেতে পারে। মেয়েদের চুল খোলা অবস্থায় কাজ করা যাবে না।
  • টুনিডিল মেশিন ব্যবহারে ভুল পদ্ধতি প্রয়োগে দুর্ঘটনার সম্ভবনা থাকে। অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। কাজ শেষে মেশিনের সুইচ বন্ধ না করার ফলে অগ্নিকান্ডের সূুচনা হতে পারে।

মটাল/ ধাতব অলংকার ব্যবহার করা থেকে বিরত থাকুন । কাটার, সিজার বেঁধে কাজ করুন এবং নিজ নিয়ন্ত্রনে রাখুন । ফ্যাক্টরীর ভিতরে কোন প্রকার ধাঁরালো ধাতব বস্তু বহন করা থেকে বিরত থাকুন, কেননা এ গুলো কোম্পানীর মেটাল কন্ট্রোল পলিসি এর পরিপন্থি।

ফিটঅবদা আর্ম মেশিন ব্যবহারে নির্দেশিকা ও সাবধানতা গুলো কি কি?

ফিটঅবদা আর্ম মেশিন ব্যবহারে নির্দেশিকা ও সাবধানতা গুলো কি কি?

ফিটঅবদা আর্ম মেশিন

  • নির্দেশনা মেনে চলুন, নিজেকে সুরক্ষিত রাখুন সসস আআআ
  • ফিটঅবদা আর্ম মেশিন এর কাজ শুরুর পূর্বেই নিডেল গার্ড আছে কিনা তাহা নিশ্চিত হতে হবে।
  • সুতা লাগানোর সময় হাতের আঙ্গুলে যাতে নিডেল না ঢুকে  সেদিকে সাবধানতা অবলম্বন করতে হবে।
  • কাজের সময় যাতে সিজার / কাটার পড়ে গিয়ে দুর্ঘটনা না ঘটে সে জন্য সাবধানতা অবলম্বন করতে হবে।
  • মেশিন চলাকালে বেল্টের সাথে যাতে ওড়না বা গার্মেন্টস না জড়িয়ে যায় সে জন্য সাবধানতা অবলম্বন করতে হবে।
  • নিডেল ভেঙ্গে গেলে যাতে দুর্ঘটনা না ঘটে সে জন্য টেকনিশিয়ানকে জানাতে হবে এবং চুম্বকের মাধ্যমে ভাঙ্গা নিডেল খুঁজে বের করতে হবে।
  • ইলেকট্রিক সংযোগ সুরক্ষিত মনে না হলে তাৎক্ষনাত ইলেকট্রিশিয়ানকে জানাতে হবে।
  • মেয়েদের চুল খোলা অবস্থায় কাজ করা যাবে না।
থ্রেড সাকার মেশিন ব্যবহারের পদ্ধতি এবং সম্ভাব্য দুর্ঘটনা

থ্রেড সাকার মেশিন ব্যবহারের পদ্ধতি এবং সম্ভাব্য দুর্ঘটনা

থ্রেড সাকার মেশিন

থ্রেড সাকার মেশিন বসার সময় লক্ষ্য করতে হবে মেশিন পরিষ্কার আছে কিনা। না থাকলে সর্বপ্রথম মেশিন পরিষ্কার করতে হবে।

থ্রেড সাকার মেশিনে কাজ শুরু করার পূর্বে লক্ষ্যণীয়ঃ

বৈদ্যুতিক সরঞ্জামাদি তথা প্যানেল বোর্ড, ডিভাইজ গুলো নিয়মিত পরীক্ষা না করলে যে কোন সময় স্পাকিং, শর্ট সার্কিট এবং অন্যান্য বৈদ্যুতিক গোলযোগ এমনকি অগ্নিকান্ডের সূচনা হতে পারে।
ইলেকট্রিক কন্ট্রোল বা বৈদ্যুতিক প্যানেল নিয়ন্ত্রনকারী কক্ষ উন্মুক্ত থাকলে প্রাণহানীর সম্ভাবনা থাকে। …

  • মেশিনে কোন ইলেকট্রিক তার ছেড়া বা খোলা আছে কিনা তা লক্ষ্য করুন যদি থাকে তাহলে ইলেট্রিশিয়ানকে অবহিত করুন।
  • থ্রেড সাকিং মেশিনে জোরালো শব্দের সৃষ্টি হয় বিধায় অপারেটরকে অবশ্যই কানে ইয়ার প্লাগ ব্যবহার করতে হবে। মেশিনের ইলেট্রিক লাইন ঠিক আছে কিনা তা লক্ষ্য করুন।
  • অপারেটরকে অবশ্যই মুখে মাস্ক পরে কাজ শুরু করতে হবে। থ্রেড সাকার মেশিনে কাজ শুরু করার নিয়মাবলীঃ
  • মেশিনে কাজ শুরু করার নিয়মাবলী আরপিএম লক্ষ্য করে কাজ শুরূ করুন।

থ্রেড সাকার মেশিন চালু থাকা অবস্থায় সতর্কতা ঃ

  • সেলাই করা পোশাক হাওয়ার মধ্যে সম্পূর্ণ মেলে দরতে হবে। মেশিনের কাছাকাছি কাগজ/কাপড় এলোমেলো রাখা যাবে না।
  • পর্যাপ্ত হাওয়া না থাকলে মেশিনের মটরে কোন সমস্যা আছে বুঝতে হবে এবং মেকানিককে তা অবগত করতে হবে। আত্বরক্ষামুলক সরঞ্জামাদী
  • মেশিনের সামনে হাত দিয়ে পরীক্ষা করতে হবে পর্যাপ্ত পরিমানে হাওয়া আছে কিনা। মুখোস পরিধান করতে হবে।
  • মেশিনের পাওয়ার সুইচ অন বরতে হবে। ইয়ার মাফ পরিধান করুন
  • একটি পোশাকের লুজ সূতা সম্পূর্ণ পরিষ্কার না হওয়া পর্যন্ত অন্য পোশাক মেশিনের সামনে দরা যাবে না।

ঝুকি সমূহ

বৈদ্যুতিক প্যানেল বোর্ড, ডিভাইজ গুলো ত্রুটিমুক্ত আছে কিনা তা প্রতিদিন পরীক্ষা করতে হবে।
ইলেকট্রিক কন্ট্রোল রুমকে সংরক্ষিত হিসাবে চিহ্নিত করে প্রবেশাধিকার সংরক্ষিত করতে হবে।
বিপদজনক নোটিশ দৃশ্যমান থাকতে হবে এবং কক্ষডঁ অবশ্যই বন্ধ থাকতে হবে।
বৈদ্যুতিক ডিভাইজগুলো পরীক্ষার সময় সতর্ক হতে হবে এবং প্রয়োজনীয় চচঊ এর ব্যবহার নিশ্চিত করতে হবে ।
কাজশেষে অর্থাৎ কর্মস্থল ত্যাগ করার পূর্বে সকল বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করতে হবে ।

কাজ শেষে লক্ষণীয়ঃ

থ্রেড সাকার মেশিন বন্ধ করার সময় পওয়ার সুইচ বন্ধ করুন, এবং মেশিন ভালভাবে পরিস্কার করুন। ছুটির সময় অফ বাটন চাপ দিতে হবে এবং মেশিন ভালভাবে পরিষ্কার করে কর্মস্থল ত্যাগ করতে হবে। মেশিনের মটর চালু রেখে বাথরুমে যাওয়া যাবে না বা অন্য কারও সাথে গল্প করা যাবে না।

গার্মেন্টস সুইং বিষয়ের উপর ১০০ টির বেশি লেখা

গার্মেন্টস সুইং বিষয়ের উপর ১০০ টির বেশি লেখা

গার্মেন্টস সুইং লেখা

কাটিং বারটেক ও বাটন মেশিন ঝুঁকি কি কি?

কাটিং বারটেক ও বাটন মেশিন ঝুঁকি কি কি?

বারটেক ও বাটন মেশিনে ঝুঁকি কি কি?

আইগার্ড, নিডেল নাইফ এবং আওয়াজ।

আইগার্ড ঃ বারটেক মেশিনে আইগার্ড না থাকিলে যে কোন মূহুর্তে নিডেল ভেঙ্গে চোখসহ শরীরের যে কোন অঙ্গে আঘাত করতে পারে । ইহা ছাড়া নিডেলের ভাঙ্গা অংশ হারিয়েও যেতে পারে।

নিডেল ঃ মেশিনে ঠিকমত নিডেল সেট না করিলে নিডেল ভেঙ্গে যেতে পারে। তাছাড়া সেলাইও ভাল হবে না।

প্রতিরোধ ঃ বারটেক/বাটনহোল মেশিনে নাইফ/নিডেল ঠিকমত সেট করতে হবে। নাইফ/নিডেল সেট সম্পূর্ন না হওয়া পর্যন্ত অপারেটর কাজ করবে না। আইগার্ড না থাকলে সাথে সাথে সুপারভাইজারকে বলুন এবং যতক্ষুন পর্যন্ত আইগার্ড না লাগায় ততক্ষন পর্যন্ত কাজ বন্ধ রাখুন।

রিস্ক এসেসমেন্ট

প্রতিরোধ ঃ বয়লার নিয়মিত সার্ভিসিং করিতে হইবে। অতিরিক্ত লোড না দেওয়া,বয়লার অপারেটর সকল কর্মসময়ে নির্ধারিত পোষাক পরিধান এবং অবশ্যই ইয়ার মাফ ব্যবহার করা।

প্রতিরোধ/ প্রতিকার ঃ ওভারলক মেশিনে আইগার্ড,বেল্ট কভার,পুলি কভার অবশ্যই থাকতে হবে। উপরোক্ত জিনিস না থাকলে অপারেটরগন ওভারলক মেশিন ব্যবহার করবেনা। ওভারলক মেশিন নিয়মিত সার্ভিসিং করতে হবে।

বাটন মেশিন কি?

বাটন মেশিন এর ঝুঁকি কি কি?

নাইফঃ নাইফ সঠিকভাবে লাগিয়ে কাজ করতে হবে। নাইফ ভেঙ্গে যে কোন সময় মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে।

ধাতব গ্লাভস ঃ কাজ শুরু করার পূর্বে অবশ্যই ধাতব গ্লাভস পড়ে কাজ করতে হবে। না করিলে যে কোন সময় হাত কেটে/অঙ্গহানীর মত মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে।

প্রতিরোধ ঃ কাটিং করার সময় অবশ্যই ধাতব গ্লাভস পড়ে কাজ শুরু করতে হবে। কাজ শেষে নাইফ খুলে, কাটিং মেশিন নির্দিষ্ট স্থানে রাখতে হবে। মেশিন নিয়মিত সার্ভিসিং করতে হবে।

সুইং সেকশনের :-

কাটিং সেকশনঃ :-

  • সকল মেশিনের আই গার্ড, নিডেল গার্ড ও মাস্ক ব্যবহার নিশ্চিত করবেন।
  • ফ্লোরে, ফায়ার এক্সটিংগুইসারের নীচে, ইলেক্ট্রিক বক্সের নীচে, ফার্ষ্ট এইড বক্সের নীচে কোন গার্মেন্টস, বান্ডেল বা কার্টুন রাখবেন না।
  • চলাচলের পথ সবসময় পরিস্কার রাখবেন।
  • সকল লেবেল গুছিয়ে রাখবেন।
  • সকল রেজিষ্টার হালনাগাদ করে রাখবেন।
  • ফ্লোর পরিস্কার পরিচ্ছন্ন রাখতে ক্লিনারকে সহযোগীতা করবেন এবং ফ্লোরে কোন মালামাল রাখবেন না।
  • ফ্লোরে মোবাইল ফোন ব্যবহার বন্ধ রাখবেন।
  • টেবিলের উপর সকল গার্মেন্টস কালার, সাইজ ও ষ্টাইল অনুযায়ী গুছিয়ে রাখবেন।
  • সকল সুপারভাইজার / ফায়ার ও ফাষ্ট এইড সদস্যগণ ইউনিফর্ম পরিধান করবেন ।
  • কাটিং সেকশনঃকাটিং সেকশনঃ
    কাটিং মেশিন এর হ্যান্ড গ্লোবস ব্যবহার করবেন।
  • ফ্লোরে, ফায়ার এক্সটিংগুইসারের নীচে, ইলেক্ট্রিক বক্সের নীচে, ফার্ষ্ট এইড বক্সের নীচে কোন গার্মেন্টস, বান্ডেল বা কার্টুন রাখবেন না।
  • চলাচলের পথ সবসময় পরিস্কার রাখবেন।
  • সকল কাটিং ফেব্রিকস গুছিয়ে রাখবেন।
  • সকল রেজিষ্টার হালনাগাদ করে রাখবেন।
  • ফ্লোর পরিস্কার পরিচ্ছন্ন রাখতে ক্লিনারকে সহযোগীতা করবেন এবং ফ্লোরে কোন মালামাল রাখবেন না।
  • ফ্লোরে মোবাইল ফোন ব্যবহার বন্ধ রাখবেন।
  • টেবিলের উপর সকল গার্মেন্টস কালার, সাইজ ও ষ্টাইল অনুযায়ী গুছিয়ে রাখবেন।
  • সকল সুপারভাইজার / ফায়ার ও ফাষ্ট এইড সদস্যগণ ইউনিফর্ম পরিধান করবেন ।