by Nazmul Islam | May 25, 2018 | নীতিমালা
Rules and Regulation of Garments
- Any individual company associated with Nazmul Industries limited. In any manner has got to obey and respect the company code of conduct rules and regulation
- নাজমুল ইন্ডাষ্ট্রিজ লিঃ-এর সকল কর্মচারি অথবা কোম্পানির সাথে সংশ্লিষ্ট সকলকে কোম্পানীর নিধারিত আচরণ বিধি ও আইন-কানুন মানিয়া চলিতে হইবে এবং সম্মান করিতে হইবে।
- Anybody entering to the premises of Nazmul Industries limited must obtain permission from the company reception desk he/she must wear of the followings on the chest for easy identification.
- Company Identity Card.
- Visitor Entry pass.
- VIP Entry pass.
- Nazmul Industries limited এ প্রবেশের জন্য অভ্যর্থনা থেকে অনুমতি গ্রহন করিতে হইবে এবং প্রবেশকারীকে সহজে সনাক্ত করনের জন্য নিম্নে উল্লেখিত যে কোন একটি পরিচয় পত্র দৃশ্যমানভাবে পরিধান করিতে হইবে।
- কোম্পানীর পরিচয় পত্র ।
- পরিদর্শনের ভিতরে ঢোকার জন্য পাশ।
- ভি আই পি পাস।
- All the Employees must punch their cards or sign the attendance book at the time of starting & concluding daily work
- প্রত্যেক কর্মচারী প্রাত্যহিক কাজ শুরুর সময় এবং কাজ সমাপ্তির সময় তাদের কার্ড পাঞ্চ করিবে অথবা হাজিরা বহিতে স্বাক্ষর করিবে।
- Any employee going out of the company premises during working hours must be obtained prior permission from the respective management official & it must be notified to the administrative department for their records.
- কোন কর্মচারী কর্ম সময়ে কোম্পানী এলাকার বাহিরে গেলে সংশ্লিষ্ট ব্যবস্থাপনা কর্মকর্তার নিকট হইতে পূর্বানুমতি গ্রহন করিবে এবং প্রশাসনিক শাখায় নথিভূক্ত করিবে।
- All the company properties & belongings are meant for the use of official purposes & employees are responsible the use them with care & not supposed to be using them for any private purposes without a prior approval from the authority.
- কোম্পানীর সকল সম্পদ অথবা জিনিসপত্র কোম্পানীর অফিসিয়াল কাজের জন্য ব্যবহৃত হইবে এবং প্রত্যেকে যত্নের সহিত ব্যবহারের জন্য দায়ী থাকিবেন। কোন অবস্থাতেই কতৃপক্ষের অনুমতি ব্যতিরেকে ব্যক্তিগত কাজে এ সকল জিনিস ব্যবহার করা যাইবে না।
- All the company properties & belongings are meant for the use of official purposes & employees are responsible the use them with care & not supposed to be using them for any private purposes without a prior approval from the authority.
- কোম্পানীর কোন সম্পদ কোম্পানী অথবা ব্যক্তিগত ব্যবহারের জন্য কোম্পানী এলাকার বাহিরে নিতে হইলে সংশ্লিষ্ট ব্যবস্থাপনা মন্ডলীকে জানাইতে হইবে এবং প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হইতে গেট পাশ সংগ্রহ করিতে হইবে।
- No employee or a visitor has any rights what so ever to give physical punishment or any kind of an abuse to any body in the company premises for what ever the reason.
- কোন কর্মচারী অথবা পরিদর্শক যে কোন কারনেই কোন ব্যক্তিকে শারীরিক শাস্তি প্রদান, গালি গালাজ করিতে পারিবে না।
- Company security & all other security measures are provided for betterment of the company as well as everybody in & out of the company premises on company interest & everybody’s maximum co-operation is highly appreciated.
- কোম্পানীর প্রয়োজনে কোম্পানীর ব্যক্তিবর্গের উন্নতির জন্য এবং নিরাপত্তার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হইয়াছে। এ বিষয়ে সকলের সহযোগিতা আশা করা হইতেছে।
- Areas marked as NO ENTRY may be with some kind of danger & entering or trying to enter such areas are strictly prohibited other then nominated officials.
- যে সকল এলাকায় প্রবেশ নিষেধ অথবা বিপদজনক চিহ্ন দেয়া আছে সে সকল স্থানে কোন না কোন বিপদ হইতে পারে। এ সকল এলাকা মনোনীত ব্যক্তিবর্গ ছাড়া অন্য সকলের প্রবেশ নিষিদ্ধ।
- Only nominated officials are allowed to enter to the bonded wear house & any unauthorized person entering or trying to enter with be considered as an offence.
- শুধুমাত্র মনোনীত ব্যক্তিদের গুদামে ঢোকার অনুমতি আছে। কোন অনুনমোদিত ব্যক্তির গুদামে প্রবেশ অথবা প্রবেশের চেষ্টা শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হইবে।
- Nobody is authorized to take any kind of goods in or out of bonded wear house premises without completing proper company documentation.
- কোম্পানীর সঠিক নথি ছাড়া গুদাম হইতে কোন কিছু গুদামের বাহিরে আনা নিষেধ Rules and Regulation এর নিয়মের অন্তর্ভুক্ত
- Emergency exists & all other instruments for emergency use must be kept totally in order, uninterrupted & unlocked all the time for easy access for any emergency.
- জরুরী বহির্গমন এবং আপদকালীন ব্যবহারের জন্য সকল সরঞ্জাম নির্ধারিত স্থানে খোলা ও সব সময় সঠিকভাবে রাখিতে হইবে যাহাতে জরুরী অবস্থায় সহজেই ব্যবহার করা যায়।
- No employee is supposed to keep their personal belonging accompanied with them during working hours & they are supposed to be kept at the designated & secured facilities provided.
- কোন কর্মচারী কাজের সময় নিজস্ব দ্রব্যবস্তু নিজের কাছে রাখিবে না। উক্ত দ্রব্যবস্তু পূর্ব নির্ধারিত নিরাপদ অবস্থানে রাখিবে।
- কম্পানির প্রত্যেকটি কাজে কম্পানির Rules and Regulation flow করতে হবে
- Anybody entering to the working areas of the factory must make sure their hair is proper tighten & any loose cloth or belongings are securely tighten to avoid danger & suffocation.
- কেহ কাজের স্থানে যেকোন কারণেই খোলা চুলে যাইবে না। চুল শক্ত করিয়া বাধিতে হইবে। প্রয়োজনে মস্তাকাবরন পরিতে হইবে।
- Any employee having children, temporary resident in the company day care center must not interfere to its activities during the working hours & mothers who are presently breast feeding to the children are only supposed to enter to the said premises as & when required.
- কোন কর্মচারীর সন্তানকে কোম্পানীর ডে-কেয়ার সেন্টারে রেখে অহেতুক যাতায়াত করিবে না। শুধুমাত্র দুধের বাচ্চাকে মাতৃদুগ্ধ পান করানোর জন্য মা প্রয়োজনে সেখানে প্রবেশ করিতে পারিবে।
- Obtaining any kind of leave must be followed by the company code of conduct & anybody is obtaining sick leave must be consulted the company first aid team, company nurse or the company doctor for advice.
- কোন প্রকার ছুটি গ্রহনের জন্য কোম্পানীর পরিচালনা বিধি অনুসরণ করিতে হইবে। কেহ অসুস্থতাজনিত ছুটির অনুমতির জন্য কোম্পানীর প্রাথমিক চিকিৎসা দল, সেবিকা অথবা কোম্পানীর ডাক্তারের পরামর্শ গ্রহন করিবে।
- Late attendance of any employee is a violation of company rules & will be taken disciplinary actions as per company code of conduct.
- দেরীতে আগমন যেকোন কর্মচারীর জন্য কোম্পানীর আইন ভঙ্গের সামিল এবং কোম্পানীর আচরণ বিধি অনুযায়ী শৃঙ্খলা জনিত কার্যক্রম গ্রহন করা হইবে।
- Any kind of foods or drinks are not allowed in working areas at any time, other than designated company provided drinking water facilities.
- কোম্পানী কর্তৃক প্রদত্ত নির্ধারিত পানীয় জলের সুবিধা হইতে পানীয় গ্রহন ছাড়া কর্মস্থানে কোন প্রকার খাদ্য ও পানীয় নেওয়া যাইবে না।
- We everybody is here because of our customer & customer must get the Almost priority in every split of our work.
- আমাদের সকলের একত্রে কাজ করার কারণ ক্রেতাগণ। অতএব আমাদের প্রতিটি কাজে ক্রেতাগণকে অগ্রাধিকার দিতে হইবে।
by Mashiur | Jan 18, 2018 | নীতিমালা
ঘুষ ও দূর্নীতি নীতি Anti Bribery Policy
সংজ্ঞা ঃ অবৈধ (বিধি সম্মত নয়) ও অনৈতিক কর্মকান্ডকে দূর্নীতি বলে।দূর্নীতি মানুষের স্বভাবজাত প্রকৃতিকে বিভিন্নভাবে প্রভাবিত করে। কঠোর পদক্ষেপ ও পর্যবেক্ষনের মাধ্যেমে দূর্নীতি রোধ করা স্বম্ভব। ঘুষ ও দূর্নীতি বলতে আমরা বুঝি অবৈধ লেনদেন বা আদান-প্রদান করা। অর্থাৎ অন্যায় ভাবে কোন কাজ করার জন্য এক পক্ষ অপর পক্ষকে আর্থিক বা বস্তুগত উপঢৌকন প্রদান করা। বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ২৩ (গ) ধারা অনুযায়ী “মালিকের অধীন তাহার বা অন্য কোন শ্রমিকের চাকুরী সংক্রান্ত ব্যাপারে ঘুষ গ্রহণ বা প্রদান অসদাচরন হিসেবে গন্য ।”
লক্ষ্য ও উদ্দেশ্য ঃ র্দূনীতি এমন একটা বিষয় যা কিনা একটি অফিস / কারখানার প্রশাসনিক অবকাঠামোকে ধ্বংস করে ফেলে। তাই কোনভাবেই দূর্নীতিকে প্রশ্রয় দেওয়া ঠিক না। কর্মরত সকল কমকর্তা / কর্মচারী / শ্রমিকগনরা যাতে দূর্নীতি করতে না পারে সেই লক্ষ্যে সুক্ষ তদারকি গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে। অটো গ্র“প একটি ১০০% রপ্তানীমুখী পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান। দেশে ও বিদেশে এই প্রতিষ্ঠানের যথেষ্ট সুনাম রয়েছে। আর এই সুনাম অক্ষুন্ন রাখতে কর্তৃপক্ষ বদ্ধ পরিকর। অটো গ্রুপ দুর্নীতি/ঘুষ গ্রহণ-প্রদান করাকে নীতিগতভাবে ঘৃনা করে থাকে। এ লক্ষ্যে অত্র কোম্পানীতে একটি ‘ঘুষ গ্রহণ-প্রদান বিরোধী নীতিমালা’ প্রণোয়ন করা হয়েছে। …
উদ্দেশ্য : কারখানার আভ্যন্তরীন কর্ম পরিবেশ সুষ্ঠু ভাবে পরিচালনা করা, উৎপাদন ও সারবরাহকরন প্রক্রিয়ায় স্বচ্ছতা, সততা ও কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট সরবরাহকরনের মাধ্যমে অত্র কোম্পানীর সুনাম অক্ষুন্ন রাখা-ই কম্পোজিট লিঃ এর উদ্দেশ্য।
প্রযোজ্য ক্ষেত্র : কম্পোজিট লিঃ এর কর্তৃপক্ষ আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সমঅধিকারে বিশ্বাসী। সুতরাং অত্র কারখানায় কার্যরত সকল শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তার জন্য এই নীতিমালা প্রযোজ্য।
এই লক্ষ্যকে সামনে রেখে কম্পোজিট লিঃ ঘুষ ও দূর্নীতি মুক্ত পরিবেশ গঠনে বদ্ধ পরিকর। শ্রমিক নিয়োগ অথবা অন্য যে কোন প্রাতিষ্ঠানিক কার্য-কলাপে ঘুষ গ্রহণ বা প্রদান সংক্রান্ত বিষয় নিয়ন্ত্রনে রাখার জন্য কম্পোজিট লিঃ বিশেষ নীতিমালা প্রনয়ন ও বাস্তবায়ন করার ব্যবস্থা গ্রহন করেছেন।
দূর্নীতির প্রকারভেদ ঃ
দূর্নীতি বিভিন্ন প্রকারের হয়ে থাকে। যথা ঃ
ঘুষ / উৎকোচ প্রদান ঃ- কোন কাজের বিনিময়ে যখন কোন ব্যক্তি অন্য কারো সাথে আর্থিক লেনদেন করে থাকে তখন তাকে ঘুষ বলে আখ্যায়িত করা হয়। সেক্ষেত্রে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে অবশ্যই চোখ খোলা রাখতে হবে যাতে কোনভাবেই একজন অন্যজনের সাথে আর্থিক অনৈতিক সর্ম্পক গড়ে না তোলে।
চুরি ঃ- যখন কেউ সাময়িক কিংবা প্রতিনিয়ত বিনা অনুমুতিতে কারখানা থেকে কোন জিনিস নিয়ে যায় তখন সেটা চুরির পর্যায়ে অর্ন্তভূক্ত হয়। কেউ যাতে চুরি করতে না পারে সেক্ষেত্রে শক্ত হাতে প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করতে হবে। যদি কেউ চুরির সাথে সম্পৃক্ত হয়ে পড়ে তাহলে তা যথাযথ প্রমানের দ্বারা উপযুক্ত শাস্তিমুলক ব্যবস্থা গ্রহন করতে হবে যাতে ভবিষ্যতে এই ধরনের কাজ করার সাহস অন্য কেউ না পায়।
অনৈতিক সুবিধা গ্রহন ঃ- ব্যবস্থাপনা কর্তৃপক্ষের লক্ষ্য রাখা উচিত যাতে তার কোন অর্ধতনঃ ষ্টাফ উদ্ধর্তন স্টাফের কাছ থেকে তার প্রাপ্র্য পাওনার চেয়ে কোন প্রকার অতিরিক্ত সুবিধা না পায়। যদি তা পায় তাহলে সকলের ভিতরে নৈতিক মূল্যবোধের অবক্ষয় ঘটবে।
উপহার সামগ্রী প্রদান ঃ- কর্মক্ষেত্রে কোন কাজের প্রতিদান সরুপ কারো কাছ থেকে কোন প্রকার উপহার গ্রহন কিংবা প্রদান করা সম্পূর্ন অনৈতিক বা নিয়ম পরিপন্থি। তাই এরকম পরিস্থিতি যাতে কেউ সৃষ্টি করতে না পারে সে ক্ষেত্রে সঠিক তদারকি করতে হবে।
সচেতনতা ঃ- মানুষ মাত্রই ভুল। অন্যায় সবসময় মানুষের চারপাশে ঘূর্ণায়মান। যেহেতু মানূষ প্রকৃতিগত ভাবে নরম স্বভাবের। সেহেতু অন্যায়ের প্রতি সহজেই সে আকৃষ্ট হতে পারে। তাই ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উচিত সামাজিক/নৈতিক/ধর্মীয় মূল্যবোধের উপর এমনভাবে সচেতনতা সৃষ্টি করা যাতে কেউ কখনো দূর্নীতি করতে সাহস ও আগ্রহী না হয়।
কার্যকরী পরিষদঃ
দুর্নীতি/‘ঘুষ গ্রহণ-প্রদান বিরোধী নীতিমালা’ বাস্তবায়নে যদি কোন বাধার সৃষ্টি হয় সেক্ষেত্রে নিম্নলিখিত পর্ষদ গঠন করা হয়েছে যা এই নীতিমালাটি সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা তা পর্যবেক্ষন করেঃ
কার্যকরী প্রক্রিয়া ও অনুমোদন ঃ উল্লেখিত নীতিমালা নিয়মতান্ত্রিকভাবে কার্যকরী রাখার ক্ষমতা উর্দ্ধতন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত। উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমোদনক্রমে উল্লেখিত পর্ষদ এই নীতিমালা প্রয়োগ ও চলমান রাখতে নীতিগতভাবে দায়বদ্ধ।
নীতিমালা প্রয়োগ ও মূল্যায়ণ পদ্ধতি/প্রকৃয়া ঃ
- ঘুষ গ্রহণ-প্রদান বিরোধী নিন্মোক্ত নীতি অনুসরণ করে থাকে:
- কোন কর্মকর্তা, কর্মচারী এবং শ্রমিক নিয়োগের ক্ষেত্রে ।
- পদোন্নতি, বেতন বৃদ্ধি, সেকশন পরিবর্তন ইত্যাদি ক্ষেত্রে।
- কোম্পানীর মালামাল ক্রয় – বিক্রয়ের ক্ষেত্রে।
- অব্যহতি বা চাকুরী অবসানের ক্ষেত্রে।
- যে কোন প্রকার নথিপত্র রদবদলের ক্ষেত্রে।
- চিকিৎসা ও ঔষধ পত্র গ্রহণের ক্ষেত্রে।
- যে কোন রশিদ, গেটপাশ, ভাউচার, চালান, বিল স্বাক্ষরের ক্ষেত্রে।
- রিজেক্ট এবং অবৈধ মালামাল ইন-আউট এর ক্ষেত্রে।
- কোন অপরাধ গোপন করার ক্ষেত্রে।
- শাস্তি থেকে নিস্কৃতি বা শাস্তি মওকুপের ক্ষেত্রে।
- অটো গ্র“পের কোন বায়ার, ভিসিটর বা অডিটর এর সাথে কোন প্রকার ব্যক্তিগত লেনদেন করা যাবে না।
উল্লেখিত ক্ষেত্র শুধু নয় অত্র কোম্পানী সকল ক্ষেত্রে ঘুষ গ্রহণ-প্রদান বিরোধী। আর উল্লেখিত বিষয়ে কেউ সম্পৃক্ত হলে এবং দোষী সাব্যস্ত হলে শ্রম আইন ও কোম্পানীর নীতি অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রয়েছে।
নীতিমালা গুলো হলো ঃ
- নিয়োগ, প্রশিক্ষন, পদোন্নতি ইত্যাদি ক্ষেত্রে অবশ্যই শ্রমিকের কর্মদক্ষতাকে প্রাধান্য দিতে হবে প্রত্যক্ষ ও পরোক্ষ কোন আর্থিক বা বস্তুগত উপঢৌকন লেনদেন এর ভিত্তিতে নয়, যাহা সরাসরি প্রতিষ্ঠানের মানব সম্পদ বিভাগ কর্তৃক নিয়ন্ত্রিত হয়।
- এতদবিষয়ে শ্রমিকের অভিযোগ গ্রহনের জন্য কারখানার বিভিন্ন স্থানে অভিযোগ বাক্স স্থাপন করা হয়েছে যা কর্তৃপক্ষ কর্তৃক নিয়ন্ত্রিত।
- অভিযোগকারীর পরিচয় গোপন ও প্রাপ্ত অভিযোগ সমূহের সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক সমাধানের ব্যবস্থা করা।
- অভিযোগ সংক্রান্ত বিষয়গুলোর তথ্য প্রদানকারী যেন কোন প্রকার হয়রানী, অত্যাচার, প্রতারনা বা বৈষম্যহীনতার শিকার না হয় সে সকল বিষয়গুলো অত্যন্ত বিচক্ষনতার সাথে পর্যবেক্ষন করা হয়।
- যদি কেউ অভিযোগ সংক্রান্ত বিষয়সমূহ লিখিত বা সশরীরে জানাতে না চান তবে উক্ত অভিযোগ নিম্নে উল্লেখিত মোবাইল নম্বরে কল করে জানাতে পারেন।
- সর্বোপরি কারখনার কর্মপরিবেশ সুষ্ঠু ও সঠিক ভাবে পরিচালনা করার লক্ষ্যে প্রয়োজনীয় সকল ব্যবস্থাপনা বাস্তবায়নে কম্পোজিট লিঃ এর কর্তৃপক্ষ কার্যরত – ঘুষ ও দূর্নীতি নীতি Anti Bribery Policy বর্ণনা
নীতিমালা সম্পর্কে অবহিত করন/ যোগাযোগ ঃ
এই পলিসি যাতে কারখানার সব জায়গায় ও সকল কর্মকর্তা, কর্মচারীকে কারখানার সাউন্ড সিস্টেম, শ্রমিক প্রতিনিধি, নোটিশ বোর্ড, মিটিং, ট্রেনিং এর মাধ্যমে অবহিত করা হয়। এছাড়াও দ্বায়িত্বপ্রাপ্ত সিনিয়র এক্সিকিউটিভ ও ওয়েলফেয়ার অফিসার ও এইচ আর এন্ড কমপ্লাইন্স অফিসারগরেন মাধ্যমে অবহিত করা হয়।
ফিডব্যাক ও কন্ট্রোল ঃ
এই পলিসি কারখানায় বাস্তবায়ন করার লক্ষ্যে কর্তৃপক্ষ সর্বদা সচেতন এবং সার্বিক ব্যাবস্থা গ্রহন করে। এর পরও যদি পলিসি বাস্তবায়ন না হয় বা বাস্তবায়নের পথে কোন বাধাঁর সস্মুখীন হয় , তবে সদা নিয়ন্ত্রন করার জন্য কার্যকরী পরিষদ ও নির্বাহী পরিচালক ব্যবস্থা গ্রহন করবেন। এমনকি মাননীয় ব্যবস্থাপনা পরিচালকের হস্তক্ষেপ অন্তর্ভুক্ত করা যেতে পারে।
পরিশিস্ট:
অটো গ্র“প সর্বদা দুর্নীতি/ঘুষ গ্রহন ও প্রদান এর বিপক্ষে। তাই দুর্নীতি/ ঘুষ গ্রহন ও প্রদান বিরোধী নিতীমালা বাস্তবায়নে অত্র কোম্পানী বদ্ধ পরিকর। এরপরও যদি কেহ এর সাথে জড়িত থাকে তবে,তাদেও বিরুদ্ধে কোম্পানীর প্রচলিত বিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হয়।
by Mashiur | Jan 16, 2018 | নীতিমালা
তালা-চাবি নিয়ন্ত্রন নীতিমালা
নীটওয়্যার লিঃ আমদানী এবং রপ্তানী পন্যের সুষ্ঠ নিরাপত্তা বাস্তবায়নের লক্ষ্যে এবং কারখানার নিরাপত্তার জন্য কারখানা কর্তৃপক্ষ তালা-চাবি নিয়ন্ত্রন নীতিমালা প্রনোয়ন করেছে।
আমদানী এবং রপ্তানী পণ্যের সুষ্ঠ বাস্তবায়নের লক্ষ্যে ক্রেতার নির্দেশনা অনুযায়ী রপ্তানী পণ্যের নিরাপত্তা নিশ্চিত করণের উদ্দেশ্যে কারখানা খোলা ও বন্ধ করার জন্য নিুলিখিত পদ্ধতি অবলম্বন করা হয়। প্রতি কারখানায় ৩ সেট চাবি থাকে যেমন-
- প্রথম সেট হেড অফিস সংরক্ষিত থাকে।
- দ্বিতীয় সেট ফ্যাক্টরী জরুরী চাবীর বক্সে জমা থাকে।
- তৃতীয় সেট কি হোল্ডার রক্ষনাব্ক্ষে করে।
নীটওয়্যার লিঃ আমদানী এবং রপ্তানী পন্যের সুষ্ঠ নিরাপত্তা বাস্তবায়নের লক্ষ্যে কারখানা খোলা ও বন্ধ করার সময় এবং কারখানা চলাকালীন সময় নি¤œলিখিত পদ্ধতি অবলম্বন করে চাবি রক্ষণাবেক্ষণ নীতিমালা অনুসরন করে থাকে
- কারখানায় ব্যবহারিত তালার তিন সেট চাবি নি¤েœাক্ত উপায়ে সংরক্ষণ হবে।
- প্রথম সেট চাবি ফ্যাক্টরীতে দায়িত্ব প্রাপ্ত প্রশাসন বিভাগের প্রধানের নিকট সংরক্ষিত থাকবে।
- দ্বিতীয় সেট ফ্যাক্টরীর চাবির বক্সে দৈনন্দিন ব্যবহারের জন্য জমা থাকবে।
- তৃতীয় সেট কর্পোরেট অফিসের মানবসম্পদ ও প্রশাসন শাখায় জমা থাকবে।
চাবির নিয়ন্ত্রন পদ্বতি ঃ-
- Security Officer/Admin Manager/Security Guard এর উপস্থিতিতে কারখানা খুলতে এবং বন্ধ করিতে হইবে।
- কারখানা বন্ধ করার পূর্বে কারখানার ভিতরে সকল দরজা এবং জানালা অবশ্যই চেক করিয়া তাহার বন্দ নিশ্চিত করিতে হইবে।
- Security Officer/Admin Manager/ Store In charge যদি অনুপস্থিত থাকে তবে কারখানার উর্দ্ধতন কর্তৃক ফ্যাক্টরীর জিএম/এফএম/পিএম এর উপস্থিতিতে কারখানা খোলা এবং বন্ধ করিতে হইবে।
- কোন ফ্যাক্টরীর যদি একটি চাবিও হারানো যায় তবে তার সাথে সাথে হেড অফিসের ডাইরেক্টর এডমিন এন্ড কমপ্লাইয়েন্সকে জানাইতে হইবে এবং তাঁর এর অনুমতি সাপেক্ষে সমস্ত তালা পরিবর্তন করিতে হইবে।
- সকল চাবির ছড়ায় মোট চাবির সংখ্যা উল্ল্যেখ থাকবে।
- চাবির বক্সে ক্রমিক নং ও স্থান উল্লেখ থাকবে।
- তালা-চাবি র পরিমান প্রশাসন বিভাগের প্রধানের অনুমতি ছাড়া বৃদ্ধি করা যাবেনা এবং নতুন চাবি যথাযথ নিয়মে লিপিবদ্ধ করতে হবে।
- চাবির বক্সের সকল চাবি জমা হবার পর প্রতিদিন দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা দ্বারা গননা পূর্বক বক্স সীল হবে এবং পরবর্তী দিন নির্ধারিত ব্যক্তিদের উপস্থিতিতে সীল খোলা হবে।
- যারা চাবি উত্তলনের জন্য নির্ধারিত ব্যক্তি হবেন তারা ব্যতীত অন্য কেউ চাবি উত্তোলন করতে পারবেন না।
- অনুমোদিত ব্যক্তির অনুপস্থিতিতে বিকল্প ব্যক্তির নাম অনুমোদীত হবে।
- চাবি উত্তলনের জন্য অনুমোদিত ব্যক্তিগনকে ফ্যাক্টরীর বাহিরে যাবার প্রয়োজন হলে চাবি বক্সে জমাদান পূবর্ক বাহির হবেন।
- সকল চাবির ক্রমিক নং অনুযায়ী একটি অংশ কর্পোরেট অফিসএর মানব সম্পদ ও প্রশাসন শাখার কাছে ফ্যাক্টরী প্রশাসনিক কর্মকর্তার মাধ্যমে জমা হবে।
- যদি কোন তালা চাবি হারানো যায় তবে কারখানার প্রশাসন শাখার তদন্তপূবর্ক নতুন তালা প্রশাসন শাখার তত্ত্বাবধায়নে অনতিবিলম্বে প্রতিস্থাপন করতে হবে।
- তালায় সীল ইস্যু/সীল লাগানো ও সীল খোলার জন্য একটি রেজিস্ট্রার থাকবে।
- চাবি উত্তলনের প্রাধিকারভূক্ত সকলের ছবি ও নমুনা স্বাক্ষর নিরাপত্তা শাখায় প্রদান করতে হবে।
- নির্ধারিত ছক অনুযায়ী নিরাপত্তা শাখা চাবি উত্তোলন ও জমা রেজিস্ট্রারে অর্ন্তভূক্ত করবেন।
- তালা-চাবি ক্রয়এর সময় তিনটির অধিক চাবি থাকলে প্রশাসন শাখার তত্ত্বাবধায়নে ধ্বংস করে রেজিস্ট্রারে নথিভূক্ত করতে হবে।
- Key Holder Persons এর মধ্যে কোন ব্যক্তি কোন কারণে Resign/Dismiss/ Termination/Retirement হয় তবে উক্ত পদে যতদিন পর্যন্ত কোন লোক নিয়োগ না হয় ততদিন পর্যন্ত ফ্যাক্টরী প্রধানের উপস্থিতিতে অন্য যারা কবু Key Holder Persons থাকে তাহারা সমস্ত ফ্যাক্টরীর চাবির দ্বায়িত্ব বুঝিয়া রাখিতে হইবে।
- কারখানায় Key Control Register নামে একটি Resister Maintain করা হয়, উক্ত Resister এ প্রতিদিন কোন সময় ফ্যাক্টরী খোলা হয় এবং কোন সময় বন্ধ হয় ইত্যাদি সম্পর্কে সমস্ত Information লিপিবদ্ধ করা হয়।